কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার (১৮মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালির বের করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করে।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের উপদেষ্টা আজহার উদ্দিন লিটন, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক ও ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. জাকারিয়া প্রমুখ।

কেক কাটা শেষে কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের সভাপতি ইকরাম হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবারের সাধারণ সম্পাদক বদিরুজ্জামান অপু ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাজীব।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের চিত্র প্রদর্শনী ও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং এর মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবা দেওয়াসহ রাতে আতশবাজীর মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শেষ করে সংগঠনটি। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর সহকারি অধ্যাপক (সার্জারী) ডা. মো. নিয়ামুল ইসলাম সহ স্থানীয় চিকিৎসকবৃন্দ।

উল্লেখ্য, কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবার শুরু থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৬২ ব্যাগ রক্ত সহায়তা দিয়েছে এবং গত বছর কিশোরগঞ্জের সকল সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে।

Leave a Reply