যৌথবাহিনীর অভিযানে লক্ষ্মীপুরে অস্ত্র ও ইয়াবাসহ আটক-৩

গাজী মমিন:
সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে। শুক্রবার রাতে জেলা শহরের পৌর ১৫নং ওয়ার্ডের একটি বাড়িতে এঅভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছে, পৌরসভার ১৫নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আহম্মদ আল মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)।

এ সময় তাদের কাছ থেকে দুইটি এলজি, বিদেশী ম্যাগজিন, ৮৩ পিস ইয়াবা, ৮টি রামদা-চাকু, একসেট সেনাবাহিনীর ইউনিফর্ম ও নগদ ৩৬ হাজার টাকা এবং ইয়াবা সেবনের সরাঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে একটি চক্র। এদিন অস্ত্র ও ইয়াবাসহ কয়েকজন যুবক পৌরসভার ১৫নং ওয়ার্ডের প্রয়াত কর্ণেল (অব:) মজিদের বাড়িতে অবস্থান করছিল। এমন খাবারের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন তিনজনকে আটক করে সেনাবাহিনী। এ সময় তাদের কাছে অস্ত্র মাদক ও  সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খাঁন জানান,  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিন, ইয়াবা, নগদ টাকা ও ইয়াবা সেবনে ব্যবহৃত সরাঞ্জামাদি উদ্ধার করা হয়। আটকৃতদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হবে।

Leave a Reply