লক্ষ্মীপুরে ৪ লেন সড়ক না হলে আন্দোলনের হুমকি দিয়েছে জামায়াত ‎

গাজী মমিন:
ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর অংশে দ্রুত ৪ লেন প্রকল্প বাস্তবায়ন করা না হলে জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম।

বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে লক্ষ্মীপুর শহর ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন তিনি।

‎তিনি বলেন, জেলার ১৯ লাখ মানুষের সাথে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক। দীর্ঘদিন ধরে এই সড়কের অবস্থা খুবই বেহাল দশা। প্রশস্ততা কম হওয়ায়, সিএনজি, বাস, ট্রাকসহ মালবাহী ভারী যানবাহনের চাপে প্রতিনিয়তই ঘটছে  দুর্ঘটনা। জনগন প্রতিনিয়তই চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। গেলো তিন বছরে এ সড়কে ৪০টি দূর্ঘটনায় ৫৯টি প্রাণহানির ঘটনা ঘটেছে।

‎তিনি আরও বলেন, দীর্ঘদিন হয়েছে সড়ক ও জনপথ বিভাগ থেকে ঢাকার-রায়পুর সড়কের লক্ষ্মীপুর অংশে ৪ লেনে উন্নীত করার জন্য ৩শ ৭৬ কোটি টাকার প্রকল্পে অনুমোদন হয়। কিন্তু অদৃশ্য কারণে ৪ লেন সড়কের কাজ এখনো বাস্তবায়ন করা হচ্ছে না। সড়ক বিভাগ নানা অযুহাত দিচ্ছেন। অনতিবিলম্বে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে দলমত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন জামাতের এ নেতা।

প্রকল্পটির বিষয়ে ‎জানতে চাইলে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার-রায়পুর আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর অংশে দুইটি প্যাকেজে প্রায় ২০ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার কাজটি ইঞ্জিনিয়ারিং প্রসেসিংএ রয়েছে। ফাইনান্সিয়াল প্রসেস শেষে কার্যাদেশ দেওয়া হবে।
‎সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখে, জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমীর এড. আবুল ফারাহ নিশান, সহ-সেক্রেটারি মো. হারুনুর রশিদ প্রমূখ। এসময় শহর ও থানা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply