হাদি হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

 

গাজী মমিন : শহীদ শরীফ ওসমান বিন ‎হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিক্ষোভকারীরা হুশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার না হলে আরেকটা জুলাই হবে। অনতি বিলম্বে হাদী হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। এসময় প্রতিবাদী শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন তারা। হাদি হত্যার ২৪ দিনেও প্রকৃত আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে আন্দোলনকারীরা।

অবরোধের কারণে ঝুমুর চত্বর ও আশপাশের সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে অবরোধ তুলে দিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এতে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

অবরোধকারীদের দাবি, ঘটনার পর উল্লেখযোগ্য সময় পার হলেও এখনো হাদি হত্যার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে যমুনা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সেজন্য সবাইকে প্রস্তুত আহ্বান জানান তারা।

Leave a Reply