লক্ষ্মীপুরে মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি: উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ সম্মেলন করা হয়েছে। এসময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মো. বাহার উদ্দিন ভেন্ডার বলেন, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার উত্তর তেমুহনী এলাকায় আমার প্রতিবেশী আমির হোসেন ভেন্ডার হামলার শিকার হন। তখন তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার সময় উপস্থিত লোকেরা দেখেছেন, কে তাকে হামলা করেছে। ওই ঘটনায় কামাল হোসেন দীপু নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে দীপু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় এবং এঘটনা সে একাই ঘটিয়েছেন বলে স্বীকার করেন।

কিন্তু একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। ওই ঘটনায় হওয়া মামলায়, আমাকে ও আমার ছেলে তুষার ভেন্ডার এবং অপু নামে আরও একজনকেও আসামী করা হয়। ঘটনার কয়েকদিন পর আমাকে ও আমার ছেলেকে নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ ও সোস্যাল মিডিয়ায় অপপ্রচার করা হয়। এতে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে আমাদেরকে হয়রানি ও সন্মান নষ্ট করা হচ্ছে। আমি মিথ্যা মামলা ও এই ধরনের সংবাদ এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে হামলার ঘটনার সঙ্গে আমি ও আমার পরিবারের কেউ জড়িত নয়। বিষয়টি হামলার অভিযোগে গ্রেফতার হওয়া কামাল হোসেন দীপুও আদালতে স্বীকার করেছেন। আমির ভেন্ডারের সাথে দীপুদের পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেন রয়েছে। ওই বিরোধের জের ধরে’ই দীপু ঘটনাটি ঘটিয়েছেন। বর্তমানে আমির ভেন্ডারের মেয়ের জামাই ও স্বজনরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এসব বিষয়ে আমার পরিবারের সদস্যরা বর্তমানে আতঙ্কিত রয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply