
ইসমাইল হোসেন, লক্ষ্মীপুর (সদর) প্রতিনিধি :
আসন্ন বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। শেষ মুহূর্তেও একটি সিন্ডিকেট বিভিন্ন দপ্তর ও প্রভাবশালী মহলে ব্যাপক দৌড়ঝাঁপ করেও উচ্ছেদ ঠেকাতে না পেরে হতাশায় পড়েন!
সোমবার (২৬ মে) সকালে জেলার সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।
এ সময় শত শত উৎসুক জনতা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রত্যক্ষ করেছেন। তাদের অনেকে বলতে শুনা গেছে যে, কোন দলীয় সরকারের আমলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়নি এবং আগামিতেও উচ্ছেদ করা যেতনা। দখলদাররা এতটাই প্রভাবশালী তারা যে কোন মূল্য এই অভিযান প্রতিহত করতো।
জানা গেছে, সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খাল ও সরকারি খাস জমি দখল করে ২০-২৫টি অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয় প্রভাবশালীরা। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন এসব অবৈধ স্থাপনায় । এতে একদিকে দূষণ হচ্ছে খালের পরিবেশ, অন্যদিকে গড়ে ওঠা স্থাপনার জন্য পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। খালের পানি প্রবাহ স্বাভাবিক ও সরকারি জমি দখল মুক্ত করতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সমূহ উচ্ছেদ করা হয়।
লক্ষ্মীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তা আমলে নেয় নি। এ জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। খাল ও সরকারি জমিতে থাকা ২১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় দুই তিনটি স্থাপনা আপাতত রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।