লক্ষ্মীপুরে সড়ক সংস্কারে হরিলুট : প্রতিবাদে ঝাড়ুমিছিল ও সড়ক অবরোধ

 

 

 

 

 

 

গাজী মমিন : জেলা সদরের বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ এনে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। এসময় কয়েক ঘন্টা ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে উপজেলা ও এলজিইডির দুই প্রকৌশলীর বিরুদ্ধে।‎

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এমন প্রতিবাদ কর্মসূচি পালন করেন সড়ক ব্যবহার করা ভুক্তভোগী এলাকাবাসী।‎‎

 

এদিকে জেলার প্রধান সড়ক অবরোধের ফলে লক্ষ্মীপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, বেগমগঞ্জ ও নোয়াখালীগামী একমাত্র সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। তবে এ্যাম্বুলেন্স সহ জরুরীসেবায় নিয়জিত যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছেন আন্দোলনকারীরা।

 

স্থানীয়রা বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্ন মানের উপকরণ ব্যবহার ও ব্যাপক অনিয়ম করা হয়েছে। ফলে রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে বেশকিছু অংশ ভেঙে গেছে। যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এ সড়ক।

 

আবুল হাসান সহেল নামে এক আন্দোলনকারী বলেন, অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের। নতুবা এলজিইডি অফিস ঘেরাও সহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

এ বিষয়ে ‎লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিবেন। আশা করি দ্রুতই একটা সমাধানে আসতে পারবো। তবে আন্দোলনের বিষয়ে আমরা অবগত নই।

Leave a Reply