
কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা ও নব নির্বাচিত কেন্দ্রীয় নেতাকে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।(আজ)বৃহস্পতিবার সকাল১০টায় উপজেলার চর জাঙ্গালীয়া খাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কমলনগরের প্রাথমিক বিদ্যালয়ের লরেঞ্চ সাব ক্লাস্টারের বিদ্যালয় সমুহের প্রধান ও সহকারি শিক্ষকের উপস্থিতিতে এ মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।সভায় উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষকদের সম্মতিক্রমে কমলনগরের দু’টি সাব ক্লাস্টারের মধ্যে লরেঞ্চ সাব ক্লাস্টারের সবকটি ‘ইউনিয়ন কমিটি’ গঠন করা হয়।
এ ছাড়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে কমলনগরের চর জাঙ্গালীয়া খাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম আবদুর রহমান সেলিমকে সহ সভাপতি নির্বাচিত করায় তাঁকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও চর লরেঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম কামাল।সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক এ টি এম আবদুর রহমান সেলিম (প্রধান শিক্ষক), যুগ্ম আহবায়ক নুরুল আমিন (প্রধান শিক্ষক), কামরুল হাসান (প্রধান শিক্ষক) সদস্য সচিব শরিফ উদ্দিন (সহকারি শিক্ষক),সদস্য রেহেনা জামান( প্রধান শিক্ষক) এ কে এম শাহজাহান (প্রধকন শিক্ষক),সহকারি শিক্ষক মুহাম্মদ ইউনুছ, হেলাল উদ্দিন, আবু সালমান মোহাম্মদ ইউসুফ, আজাদ উদ্দিন প্রমুখ।
সভায় শিক্ষকদের ন্যায্য দাবি সমুহ কর্তৃপক্ষকে মেনে নেয়ার আহবান জানান বক্তারা।