
লক্ষ্মীপুরপ্রতিনিধিঃ লক্ষ্মীপুরে নকল ও নিষিদ্ধ ঔষধ বিক্রয়কালে একজনকে দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচানা করেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মাসুম। সাজাপ্রাপ্ত মোঃ নুর আলম দেওয়ান মানিক (৩৫) জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের পশ্চিম চরপাতা এলাকার নুর মোহাম্মাদ দেওয়ানের পুত্র। এবং রায়পুর সার্জিক্যাল সপ এর বিক্রয় প্রতিনিধি।

জানা গেছে, ১৭ মার্চ (বুধবার) সন্ধা সাড়ে সাতটায় সদর উপজেলার দালাল বাজারের বিভিন্ন ফার্মেসীতে গ্যাকো ফার্মাসিউটিক্যালেস এর নকল গ্যাকোজিমা সহ বাজার কাটতি নামীদামী বিভিন্ন কোম্পানির ঔষধের নাম ব্যবহার করে নকল ও নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ বিক্রয় করতে এসে মোঃ নুর আলম মানিক নামের এক ব্যক্তি জেলা ড্রাগ সুপারের কাছে ধরা পরে।
পরবর্তীতে জেলা ড্রগ সুপার বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সরেজমিনে এসে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন ২০/৯ আইনের ৪১ ও ৫২ ধারায় উক্ত ব্যক্তিকে দুই মাসের সাজা প্রদান করেন।

এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নকল ঔষধ বিক্রয়ের কথা স্বীকার করে বলেন, আমি রায়পুর সার্জিক্যাল সপ এর অধিনে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করি। তারা আমাকে যে পণ্য গুলো বাজারজাত করতে দেয় আমি সেগুলো বাজারের বিভিন্ন ঔষধ ফার্মেসীগুলোতে বিক্রি করি। এবং রায়পুর সার্জিক্যাল এর নামে ইনভয়েজ হয়। আরোও জানা যায়, রায়পুর সার্জিক্যাল নামের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রশাসনের নাগের ডগায় বসে এই এস অবৈধ নকল, ভেজাল ও নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ বিক্রয় প্রতিনিধির মাধ্যমে জেলার বিভিন্ন বাজারে ঔষধ ফার্মেসীগুলোতে গোপনে বিক্রি করে আসছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে রায়পুর সার্জিক্যাল সপের এসব অবৈধ নকল, ভেজাল ও নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের বিষয়টি অবহিত করলে তিনি সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করতে অনিহা প্রকাশ করেন।
অভিযান পরিচানার সময় আরো উপস্হিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, জেলা ড্রাগ সুপার সুশিল কুমার ঢালী, সদর থানার উপপরিদর্শক মোতাহের হোসেন, দালাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, গ্যাকো ফার্মাসিউটিক্যালের এরিয়া ম্যানেজার আবদুল কুদ্দুস সহ স্হানীয় লোকজন।