
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উছমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাসান সারওয়ার (মহসিন) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মেয়র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র নূরুল মিল্লাত এর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পৌর শহরের শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক সভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন ও কুলিয়ারচর আওয়ামী লীগের কর্ণধার আলহাজ্ব মো. মুছা মিয়া (সিআইপি)’র পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হিসেবে সৈয়দ হাসান সারওয়ার (মহসিন) এর নাম ঘোষণা করেন।
এ সময় মেয়র প্রার্থী সৈয়দ হাসান সারওয়ার (মহসিন), কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী ও সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান বলেন, যারা জাতির জনক বঙ্গবন্ধু’র আদর্শের রাজনীতি করে তারা কখনো দলীয় সিদ্ধান্তের বাহিরে কাজ করার কোন সুযোগ নেই। দলীয় ভাবে সৈয়দ হাসান সারওয়ার মহসিন আংকেলকে মনোনয়ন দিয়ে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পাঠিয়েছেন। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি ।
এর আগে গত শুক্রবার (১১ডিসেম্বর) সকাল ১১টার দিকে পৌর এলাকার বেতিয়ারকান্দি মহল্লায় কুলিয়ারচর পৌর বিএনপি কর্তৃক আয়োজিত এক সভায়
কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মেয়র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাত এর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।
এ সময় উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট মশিউর রহমান, সদস্য সচিব নূরুল মিল্লাত, পৌর বিএনপি’র আহবায়ক হাজী মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব শাহাদৎ হোসেন শাহ্ আলম ও পৌর সভার ৯টি ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত মেয়র প্রার্থী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব নূরুল মিল্লাতকে আবারো পৌর মেয়র হিসেবে বিজয়ী করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, নির্বাচন কমশিন কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কুলিয়ারচর পৌরসভার নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর রবিবার। মনোনয়ন পত্র বাছাই করা হবে ২২ ডিসেম্বর মঙ্গলবার। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর মঙ্গলবার। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২১। গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি’র) সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করনে। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, সকল ভোট কেন্দ্রে নির্ধারিত তারিখে সকাল ৮টা থকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাব ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুলিয়ারচর পৌর সভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।