লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক  মোঃ আনোয়ার হোছাইন আকন্দ

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুর জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে ময়মনসিংহ সদরের সন্তান ও বাংলাদেশ সিভিল সার্ভিসের ২২ তম ব্যাচের কর্মকর্তা মোঃ আনোয়ার হোছাইন আকন্দকে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে বর্তমান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব উল্লেখ করা হয় এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বে সাথে সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের পিতা মোঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, নতুন কর্মস্হলে আসার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে জানানো সাপেক্ষে জয়েন করবো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ ডিসেম্বর বৃহস্পতিবারের জারি হওয়া ওই প্রজ্ঞাপনে জানা যায়, লক্ষ্মীপুরসহ কক্সবাজার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরগুনা, নড়াইল, বাগেরহাট, চাঁদপুর, বরিশাল, বান্দরবান ও সুনামগঞ্জ জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

Leave a Reply