কুলিয়ারচরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূরুল মিল্লাতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কুলিয়ারচর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌর সভার সাবেক মেয়র নূরুল মিল্লাতের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী নূরুল মিল্লাতের পক্ষে কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আব্দুলাহ কাজল, পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আব্দুল লতিফ, ওমর আলী, পৌর বিএনপি’র ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পলাশ মিয়া, পৌর যুব দলের যুগ্ন-আহ্বায়ক মো. কামরুল ইসলাম মুছা, দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি ফুল মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফ ও সুমন প্রমূখ।

Leave a Reply