
বিজয়ের মাস ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রলীগ নেতা রুমান ভূঁইয়া
১৬ ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানি হানাদার বাহীনিকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্টিত হয়। বাঙ্গালী জাতির জন্য ডিসেম্বর মাস অত্যন্ত আনন্দের।এই মাসে বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী চলছে নানা আয়োজন।
ছাত্রলীগ নেতা রুমান ভুঁইয়া বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন–জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ডিসেম্বর মাসে আমরা স্বাধীনতা অর্জন করি।এখন আমাদের স্বাধীনতা রক্ষাও করতে হবে।দেশদ্রোহীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত।৭১ চেতনা লালন করে দেশবাসী কে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।