
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ান হয়েছেন লক্ষ্মীপুর পৌর ৭নং ওয়ার্ড একাদশ দল এবং রানার্সআপ হলো বুলেট ইলেভেন দল।
লক্ষ্মীপুর পৌর ৬নং ওয়ার্ড যুব সংঘের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ান দলকে ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন তুলে দেন অনুষ্ঠানর প্রধান অতিথি পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন। এছাড়াও খেলায় ম্যান অব দ্যা সিরিজ ও ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে খেলোয়ারদের মাঝে পদক তুলে দেয়া হয়।
৬নং ওয়ার্ড যুব সংঘের সভাপতি আবুল কাশেম সমীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলন, পৌর মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার, লক্ষ্মীপুর সদর হাসপাতালের ইএমও ডা: জয়নাল আবেদীন, বায়তুল মা’মুর জামে মসজিদের খতিব হারুন অর রশিদ, সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মফিজ উল্লাহ, সাধারন সম্পাদক হাজী মোঃ সাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ মাঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিক উল্যাহ, ব্যবসায়ী ফয়েজ আহমদ প্রমুখ।
নিজাম উদ্দিন মোহনের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলন, যুব সংঘের সাধারন সম্পাদক নাহিদ হাসান তুহিন, সদস্য আনায়োর আনু, কাঞ্চন, আসিফ, ফয়সাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ।
এর আগে গত মঙ্গলবার ২০টি দলের অংশগ্রহন এ টুর্ণামেন্ট খেলা শুরু হয়। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৬নং ওয়ার্ড যুব সংঘ্যের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদাতাদের মাঝে সম্মাননা পদক তুলে দেন অতিথিবৃন্দ।