
লক্ষ্মীপুর প্রতিনিধ: লক্ষ্মীপুরে জয়নাল আবেদীন খোকন (৫০) নামে এক সৌদি প্রবাসীকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মাওলানা নুরুল আলম নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে প্রবাসী জয়নাল আবেদীন খোকন ও তার ভাই শাহ্ আলমের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ করে মাওঃ নুরুল আলম বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি সূত্রে জানা যায়, সদর উপজেলার চরমনসা গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে ও গন্ধব্যপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ নুরুল আলমকে একই এলাকার হোসেনপুর গ্রামের হাজ্বী রুহুল আমিনের ছেলে ও সৌদি প্রবাসী খোকন হেজুর চা দেকানে হত্যার হুমকি দেয়।
অভিযোগে নুরুল আলম আরও উল্লেখ করেন, কয়েক বছর আগে থেকে খোকন ও শাহ আলমের সাথে জায়গা- জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে শুক্রবার সকাল সাড়ে নয় টার দিকে নতুন তেওয়ারীগঞ্জ বাজারে হেজুর চা দোকানের ভিতরে খোকন হুমকি দিয়ে বলেন নুরুল আলম কে হত্যা করে লাশ গুম করে ফেলবে।
সরেজমিনে গিয়ে জিডিতে উল্লেখিত স্বাক্ষীদের সাথে কথা বললে তারা নুরুল আলম কে হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, খোকন কারো নাম উল্লেখ্য করে হুমকি দেয় নাই, আর ঘটনার স্থলে মাওঃ নুরুল আলম উপস্থিত ছিলো না।তবে খোকন বলেছে বার বার মিথ্যা মামলায় টাকা নষ্ট না করে একবারে ৮-১০লাখ টাকা খরচ করবো তারপরেও শেষ দেখে নিবো। মাওঃ সাহেব কেনো জিডি করলেন তা আমাদের বুজে আসে না। আবার শুনছি আমাদেরকে স্বাক্ষী করেছেন।
শাহ আলম বলেন, দীর্ঘ ২০ বছর যাবত নুরুল আলমদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ ও মামলা রয়েছে। তিনি জোরপূর্বক জমি দখল করে রেখেছে। বারবার মিথ্যা মামলায় আমাদের কে হয়রানি করছে।
এ বিষয়ে সৌদি প্রবাসী খোকন বলেন, মাওঃ নুরুল আলম আমি ও আমার ভাইয়ের নামে থানায় মিথ্যা অভিযোগ তুলে জিডি করেছেন। ওই দিন তাঁর সাথে আমার দেখা হয়নি এবং হুমকি দেওয়ার কোন ঘটনা ঘটেনি। আমি একজন প্রবাসী, ছুটিতে বাড়ি এসেছি, আমি যাতে বিদেশ যেতে না পারি এজন্য তিনি আমাদের বিরুদ্ধে এমন মিথ্যা, বানোয়াট ও ভিক্তীহীন গল্প কাহিনি সাজিয়ে আমাকে ফাঁসাতে চায়। যাতে আমি আর বিদেশ যেতে না পারি। মূলত জমি নিয়ে বিরোধের জেরে তিনি এ মিথ্যা অভিযোগ তুলে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমি সুষ্ঠু তদন্ত করে এঘটনার সঠিক বিচার দাবী করছি।
স্থানীয় গাছ ব্যবসায়ী আবু তাহের বলেন, শনিবার সকালে নতুন তেওয়ারীগঞ্জ বাজারে লোকজনের সামনে মাওলানা নুরুল আমিন সাহেব হুন্ডা ব্রেক করে হুমকি ধামকী দিয়ে জনসম্মুখে বলেছে একটা দুইটা করে মারমু, নিজেই মারা যামু, শাহ আলম, খোকনকে মেরে যাবো, তারা আমার জমি নিতে চায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানিয়েছেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি সরজমিনে গিয়ে তদন্ত করে দেখা হবে।