
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের দালাল বাজারে শীঘ্রই উদ্বোধনের অপেক্ষায় আলিফ-মীম হাসপাতালে নতুন বছর ২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি রোববার সন্ধ্যায় হাসপাতালটির রিসিভশন রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হাসপাতালের এর শেয়ার হোল্ডার, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মি ও স্হানীয় নানান পেশার লোকজন উপস্থিতি ছিলেন।
এতে হাসপাতালটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিষ্টার মোঃ আবুল খায়ের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাষ্টার শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান পাটোয়ারী, যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা তুহিন হোসেন, লন্ডন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শাহ আলম সাকিল, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ ইব্রাহীম, বিশিষ্ট সমাজ সেবক আবদুজ জাহের মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব হুমায়ুন কবির হুমু।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার, চররুহিতা, উত্তর ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন এবং পার্শ্ববর্তী রায়পুর উপজেলার সোনাপুর ও বামনী ইউনিয়নের প্রায় আড়াই লক্ষ মানুষের চিকিৎসা সেবার সহযোগিতার লক্ষ্য নিয়ে সম্ভাব্য পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই আলিফ-মীম হাসপাতালট চালু করার জন্য শেষ পর্যায়ে আছে। আশাকরা হয় অতি শীঘ্রই চিকিৎসা বিজ্ঞানের সকল ধরনের উন্নত মানের অত্যাধনিক মেশিনপত্র ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এ হাসপাতালটি চালু করে অত্র এলাকার রোগীদের মানসম্মত সেবা দেয়া সম্ভব হবে। এতে করে এখানে চিকিৎসা নিতে আসা আশেপাশের এলাকার রোগীদের দুর দুরান্তে নোয়াখালী বা ঢাকা যেতে হবে না।