
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) আবদুজ্জাহের প্রকাশ রেদোয়ান কাজী (৩৩) এর উপর আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার
২৮ই ডিসেম্বর সকালে টুমচর ইউনিয়নে এ হামলার ঘটনাটি ঘটে । হামলার শিকার আব্দুজ্জাহের প্রকাশ রেদোয়ান কাজী সদর উপজেলার ২০নং চররমনী মোহন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও মজু চৌধুরীর হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং চর আলী হাছান গ্রামের কাজি বাড়ির আব্দুল খালেক এর ছেলে। পূর্ব
জানা যায়, গত ৫ই সেপ্টেম্বর দুপুরে কয়েকজন সন্ত্রাসী হঠাৎ করে লক্ষ্মীপুর সদর সাবরেজিস্টি অফিসে অফিসের সামনে কাজী আবদুজ্জাহেরের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। এবিষয়ে ভুক্তভোগী কাজী আব্দুর জাহের বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামী ও হামলাকারীরা হলেন, সদর উপজেলার টুমচর আনিছের বাপের বাড়ির মৃত আবুল কাসেম এর ছেলে আলী হোসেন (৫০) ও আব্দুল মন্নান (২৭) সহ অজ্ঞাত আরও ৪-৫ জন।
হামলার শিকার ভোক্তভোগী কাজী আবদুজ্জাহের বলেন, আজকে টুমচর ইউনিয়নে আমার এক শিক্ষকের জানাজার নামাজে যায়। নামাজ শেষে আসার পথে আসামী আব্দুল মান্নান ও এমরান হোসেন আমার মোটরসাইকেল আটকিয়ে আমাকে মামলা তুলে নিতে হুমকি দেয়। একপর্যায়ে তারাসহ ৫-৬জন মিলে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে আমাকে সদর হাসপাতালে ভর্তি করেন।
সরেজমিনে গিয়ে অভিযুক্ত আব্দুল মান্নান ও এমরান হোসেন কে খুঁজে না পাওয়ায় তাদের মতামত জানা যায়নি।
এবিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একট অভিযোগ পেয়েছি এবং একজন অফিসার কে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।