
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সোলাইমান। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) তিনি কমলনগর থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে বিদায়ী ওসি মোসলেহ উদ্দীনকে বিদায় সংবর্ধনা ও নতুন ওসি মো. সোলাইমানকে বরণের আয়োজন করেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ।
এতে সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নুরুল আমিন মাষ্টার, সাধারণ সম্পাদক এড. নুরুল আমিন রাজু, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউসুফ আলী মিয়া ভাই, মোশারফ হোসেন বাঘা, আশ্রাফুজ্জামান রাসেল, সাংবাদিক নেতা ইসমাইল হেসেন বিপ্লব, এআই তারেক, সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (ওসি তদন্ত) সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নবাগত ওসি মো. সোলইমান সর্বশেষ জেলার রমগতি থানার অফিসার ইনচার্জ ছিলেন। অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে ২ বছর এই থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর মঙ্গলবার কমলনগর থানায় বদলি হন তিনি। ২০১৬ সালের নভেম্বর মাসে উপ-পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর থানায় যোগদান করেছিলেন এ পুলিশ কর্মকর্তা। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারের সন্তান।