
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে আলোকিত পথ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অরাজনৈতিক এ সংগঠনের ব্যতিক্রম উদ্যোগে ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল দশটায় সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান শুরু হয়ে বিকেলে প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় কোরআন তেলওয়াত , কবিতা আবৃত্তি, কাবাডি, নিদিষ্ট স্হানে টেনিস বল নিক্ষেপ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানান রকম খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সমাপ্ত হয়।

লক্ষ্মীপুর শহরের কসমেটিক ব্যবসায়ী ও সামাজিক সংগঠন আলোকিত পথের উদ্যোক্তা জালাল উদ্দীন রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর হামছাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম, অনুষ্ঠানের উপস্থাপক সাইফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করেন, জুয়েল হাসান, ফোরকান, তহিদুর রহমান, শিহাব হোসেন, রবিউল ইসলাম আরাফাত, আরিফিন শুভ, সুৃমন, মোঃ জুয়েল, এম আর আসিফ, ভুঁইয়া আল- আমিন, মোঃ ইয়াসির আরাফাত, মাহাথির শিহাব, মাহমুদ সাব্বির, মোঃ রবিউল ইসলামসহ প্রমুখ।