
নিজস্ব প্রতিবেদকঃ তথ্যপাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের ডিআইজি মিজানুর রহমান মিজানের তিন বছর ও দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। ২৩ ফেব্রুয়ারী বুধবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
রায় দেয়ার আগে মিজানকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং বাছিরকে নারায়ণগঞ্জ থেকে আদালতে হাজির করা হয়। গত ১০ ফেব্রুয়ারি দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি করেছিলেন। ২০২০ সালের ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের একই কর্মকর্তা।