কমলনগরে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

ভাস্কর মজুমদার (কমলনগর প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। ৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়। আহত দুই সাংবাদিক হলেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধি ও কমলনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মিজানুর রহমান মানিক এবং দৈনিক মানবকন্ঠ পত্রিকার কমলনগর প্রতিনিধি,দৈনিক ইনকিলাবের রামগতি সংবাদদাতা ও কমলনগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আমানত উল্যাহ।

জানা যায়, সংবাদ সংগ্রহের কাজে এ দু’জন সংবাদকর্মী ফজু মিয়ার হাট থেকে চর কাদিরার ইউনিয়নের চর বসু এলাকায় মোটরসাইকেল যোগে রওয়ানা করলে পথিমধ্যে মোটরসাইকেলটি দূর্ঘটনায় কবলিত হলে তারা মারাত্মক আঘাত পান। এলাকার লোকজন আহত সাংবাদিকদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করিয়েছেন। দু’জনের অবস্থা আশঙ্কামুক্ত।

Leave a Reply