
মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরে মৃত শেয়ারহোল্ডার মাহাবুব আলম খোকনের পরিবারকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আর্থিক অনুদান হিসেবে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়। সদর উপজেলার দালালবাজারের উত্তর মাথায় অবস্হিত দ্রুত চালুর অপেক্ষায় আলিফ-মীম হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সদ্য মারা যাওয়া এই শেয়ারহোল্ডার পরিবারকে ২৭ আগস্ট শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তার অনুদান দেয়া হয়। এসময় হাসপাতালটির শেয়ারহোল্ডার মৃত মাহাবুব আলম খোকনের পরিবারের পক্ষে তার পুত্র মাজহারুল ইসলাম রাসেল অনুষ্টানের প্রধান অতিথির হাত থেকে অনুদানের পঞ্চাশ হাজার টাকার চেক গ্রহন করেন।
জানা গেছে, অনুদান প্রদান এবং আলিফ-মীম হাসপাতালটির ভবিষ্যত সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন

বলেন, আমাদের হাসপাতালের একজন সম্মানিত শেয়ারহোল্ডার সদস্য কিছুদিন পূর্বে মারা যাওয়ায় উক্ত মাহাবুব আলম খোকনের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আমাদের হাসপাতাল থেকে প্রাথমিকভাবে মরহুমের পরিবারকে আমরা পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করি। আশাকরি ভবিষ্যতে এধরনের অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে সেই শেয়ারহোল্ডার পরিবারকে আরও বেশি পরিমানে আর্থিক অনুদান দেয়ার ব্যবস্থা করা হবে। সদর উপজেলার দালালবাজার, চররুহিতা, উত্তর ও দক্ষিণ হামছাদী এবং পার্শ্ববর্তী রায়পুর উপজেলার সোনাপুর ও বামনী ইউনিয়নের প্রায় দুই লক্ষ মানুষের চিকিৎসা সেবার সহযোগিতার লক্ষ্য নিয়ে সম্ভাব্য পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই আলিফ-মীম হাসপাতালটি চালু করার জন্য শেষ পর্যায়ের কাজ চলমান আছে। আশাকরি অতি শীঘ্রই চিকিৎসা বিজ্ঞানের সকল ধরনের উন্নত মানের অত্যাধনিক মেশিনপত্র ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এ হাসপাতালটি চালু করে রোগীদের সেবা দিতে সক্ষম হবো। এতে করে চিকিৎসা নিতে আসা আশেপাশের এলাকার রোগীদের লক্ষ্মীপুর, নোয়াখালী বা ঢাকা যেতে হবে না।
হাসপাতালটির ব্যবস্হাপনা পরিচালক (এমডি)

এমরান হোসেন খন্দকারের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউর (পিপি)

জসিম উদ্দিন আলিফ-মীম হাসপাতালের মঙ্গল কামনা করে বলেন, আশাকরি হাসপাতালটি অত্র এলাকার সাধারন মানুষের চিকিৎসা সেবা দিতে যথাযথ ভুমিকা রাখবে,

বিশেষ অতিথি হিসেবে দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান আলিফ-মীম হাসপাতালের সামগ্রিক সফলতা কামনা বলেন, এ হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীদের চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে দিয়ে এলাকাবাসীর মুখ উজ্জল করবে,
বিশেষ অতিথি হিসেবে স্হানীয় দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শোহেল বলেন, আশারাখি আমার ইউনিয়নের দালালবাজারে অবস্হিত আলিফ-মীম নামের এই হাসপাতালটি অত্র এলাকার রোগীদেের চিকিৎসা সেবায় সঠিক ভুুমিকা পালন করবে,

এসময় আরও উপস্হিত ছিলেন হাসপাতালটির উপদেষ্টা ও শেয়ারহোল্ডার বিশিষ্ট ব্যবসায়ী লোকমান পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী বাহার পাটোয়ারি, আলিফ-মীম হাসপাতালের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মমিন হাজী, ব্যবসায়ী মোঃ আলী আকবর, হাসপাতালটির উপদেষ্টা রুহুল আমিন বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহীম হাজী, হাসপাতালটির সম্মানিত সদস্য মোহাম্মদ দুলাল মিয়া, সম্মানিত সদস্য নুরুল আমিন।

অনুষ্টানে দোয়া, মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন, দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস ও দালালবাজারস্হ ফজলুল কাদের চৌধুরী মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের পুত্র এবং আলিফ-মীম হাসপাতালের সম্মানিত শেয়ারহোল্ডার মাহাবুব আলম খোকন গত ১৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।