কুলিয়ারচরে স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত “গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার” উদ্বোধন

রোকেয়া আক্তার, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে নবপ্রতিষ্ঠিত বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬মার্চ) বিকালে কুলিয়ারচর পৌর শহরে সোনালী ব্যাংক লি. এর নীচ তলায় ফিতা কেটে গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদ, ডা. এস.এম সাইফুজ্জামান, ডা. ইসরাত জাহান, ডা. ফরহাদ, ডা. মো. সাদ্দাম হোসেন শামীম, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌরসভার প্যানের মেয়র মো. হাবিবুর রহমান, সাবেক কমিশনার মো. আতিকুর রহমান পরশ, ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. জাকারিয়া, সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, মুহাম্মদ কাইসার হামিদ, আলি হায়দার শাহিন, মোছা. শুভ্রা, মো. সবুজ মিয়া, সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর ম্যানেজার মো. এমরান সুলতান জাভেদ, ভৈরব গ্রামীন জেনারেল হাসপাতালের পরিচালক মোছা. মোমেনা বেগম, গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, পরিচালক রত্না বেগম জান্নাত, পরিচালক মাসুদ রানা, ঠিকাদার মো. আনিসুর রহমান সোহেল, কুলিয়ারচর পোস্ট-ই-সেন্টারের পরিচালক মো. স্বপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী ও গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সুন্দর ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত ডায়গনস্টিক সেন্টার উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের উন্নতি ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দোয়া পড়ান কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের শিক্ষক মুফতি মো. নাসির উদ্দিন।

জানা যায়, গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে সার্বক্ষণিক রোগী দেখবেন, প্রতিষ্ঠানের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাদ্দাম হোসেন শামীম (এমবিবিএস)। এছাড়া প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত রোগী দেখবেন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস.এম সাইফুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ঢাকা ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইখতেখার আনাম নোমান।

এ ডায়াগনস্টিক সেন্টারে কম্পিউটারাইজ আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল মেশিনে ই.সি.জি, ডিজিটাল এক্স-রে, নেবুলাইজার, রক্ত ও মল-মূত্র পরীক্ষা করা হবে। এছাড়া বিদেশগামীদের মেডিকেল চেকআপ সহ প্রতিদিন আউটডোর সার্ভিস চালু থাকবে।

  1. প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, উন্নত সেবাদানের মাধ্যমে খুব শীঘ্রই যোগাযোগ বান্ধব এ ডায়াগনস্টিক সেন্টারটি সর্বত্র সু-পরিচিতি লাভ করবে। এ জন্য তিনি সকল শ্রেণিপেশার মানুষে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply