লক্ষ্মীপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্দ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়নের নন্দনপুর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্দ্যেগে এক ফ্রি চিকিৎসা ক্যাম্পিং অনুষ্টিত হয়। ৬ মার্চ শনিবার দিনব্যাপী এতে বিনামূল্য চক্ষু চিকিৎসা, মহিলা ডাক্তার দ্বারা গাইনি চিকিৎসা এছাড়া ডায়াবেটিস ও জেনারেল চিকিৎসা সেবা দেয়াসহ ঔষধ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সরকারের সেতু ও সড়ক বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে নন্দনপুর এলাকার কৃতি সন্তান বিআরটিএ’র সাবেক চেয়ারম্যান ও সদ্য অবসরে যাওয়া সরকারের অতিরিক্ত সচিব ড. মোঃ কামরুল আহসানের সার্বিক চেষ্টা ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পিং আয়োজন করা হয়।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন, যমুনা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গাফ্ফার, দুর্নীতিদমন কমিশন হেড অফিসের পরিচালক ইকবাল হোসেন (বাবলু), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ আবুল কাশেম, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমূখ।

জানা গেছে, শানিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নন্দনপুর উচ্চ বিদ্যালয় ও নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস, সাধারন চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় ২০০০ জন রোগীকে চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করার আয়োজন করা হয়েছে।

Leave a Reply