লক্ষ্মীপুরের কৃতি সন্তান মোঃ আবুল বাশার আবারও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। ২০১৯-২০২২ইং মেয়াদে উক্ত কমিটি গঠিত হয়। ওই কমিটিতে দ্বিতীয়বারের মতো আবারও লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান মোঃ আবুল বাশার কে সদস্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি  ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার  যুব ও ক্রিড়া বিষয়ক উপ-কমিটির অনুমোদন দেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠামণ্ডলীর অন্যতম সদস্য মোঃ মোজাফফর হোসেন পল্টু কে চেয়ারম্যান করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক মোঃ হারুনুর রশিদ -কে সদস্য সচিব করে ওই উপ-কমিটি গঠিত হয়।

এছাড়া তিনি (২০১৬-২০১৯) মেয়াদী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ আবুল বাশার এর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মরহুম তোফায়েল আহমেদ এর জেষ্ঠ পুত্র। তার পিতা ৩ নং দালাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। মোঃ আবুল বাশার-কে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র এবং যুব ও ক্রিড়া সম্পাদক সাবেক এমপি, হারুনুর রশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply