
মোঃ কাইসার হামিদ :
২০১৯-২০২১ মেয়াদে ৬০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। ওই কমিটিতে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের কৃতি সন্তান লায়ন মশিউর আহমেদ-কে সদস্য নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু’র কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি আজ ২৭ ডিসেম্বর রোববার ৬০ সদস্যবিশিষ্ট শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠামণ্ডলীর অন্যতম সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ-কে চেয়ারম্যান করে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. সিদ্দিকুর রহমান-কে সদস্য সচিব করে ওই উপ-কমিটি গঠিত হয়।
কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাাবেক ছাত্র নেতা লায়ন মশিউর আহমেদ এর আগে কানাডা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি (২০১৬-২০১৯) মেয়াদী বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। লায়ন মশিউর আহমেদ এর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। তার পিতার নাম মরহুম মো. আব্দুল হামিদ।
লায়ন মশিউর আহমেদ-কে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।