
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জমির বিরোধের জেরে নারীর উপর হামলাও মারধরের অভিযোগ উঠেছে শামসুর রহমান নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার ১৫ই মে বিকেলে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের রাজিবপুর গ্রামের ওয়াজ উদ্দিন মুন্সী বাড়ির বাসিন্দা অটোচালক মোঃ ইউসুফ (৪০) ও তার স্ত্রী শিউলি আক্তার।
অভিযুক্ত মোঃ শামসুর রহমান একই বাড়ির বাসিন্দা।
মোঃ ইউসুফ জানান, আমার নিজের থাকার মত কোনো সম্পত্তি না থাকায়, আমার চাচা সফি উল্যাহ আমাকে বসতঘর নির্মাণের জন্য তার জায়গা ঘর করার জন্য জমি দিয়েছেন, সে অনুযায়ী আমি ঘর নির্মাণের জন্য মাটি ফেলি, কাজ করতে গেলে বাধা দেয়, সে নাকি জমি পাবে।
গত মঙ্গলবার দুপুরে আমার স্ত্রীকে মারধর করে ও ঘাড়ে কাঁচি দিয়ে আঘাত করে, বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।
শিউলী বেগম জানান,আমার চাচা শ্বশুরে দেওয়া জমিতে আমরা ঘর করার জন্য মাটি ফেলি, কিন্তু ঘর করতে গেলে শামসুর রহমান ও তার পরিবার বাধা দেয়, মঙ্গলবার ঐ জায়গা গেলে তারা অশালীন ভাষায় কথা বলে, এবং হঠাৎ করে আমার পিছন থেকে শামসুর রহমান মারধর করে ও ঘাড়ে কাঁচি দিয়ে আঘাত করে, আমার ঘাড় থেকে রক্ত বের হয়। এখন আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসী জানান, শামসুর রহমান তার বাড়ির ইউসুফে স্ত্রী কে ঘাড়ে কাচি দিয়ে আঘাত করেছে বলে শুনেছি, সে আমাদের কে এনে দেখিয়েছে, আমরা আঘাতে চিহ্ন দেখেছি। শামসু কৃষি ব্যাংকের দালাল হিসেবে পরিচিত।
জমিদাতা সফি উল্যাহ জানান, আমার ভাতিজা কে থাকার জন্য, আমি আমার জায়গায় জমি দিয়েছি, কিন্তু শামসু এখন বলে সে নাকি জমি পাবে, কিন্তু কোনো কাগজ পত্র দেখাতে পারেনি।
এই বিষয়ে অভিযুক্ত শামসুর রহমান জানান, মারধরের ও আঘাতের বিষয়টি সত্য নয়।আমি কারো গায়ে হাত দেয়নি, এই জায়গা তার চাচা সিদ্দিক উল্যাহ আমার কাছে বিক্রি করে গেছে, এখান তারা আমার জায়গায় ঘর নির্মাণ করতে গেলে আমি বাধা দিয়েছি।