লক্ষ্মীপুরের ৩টি আসনে প্রার্থী ঘোষনা করেছে জাতীয় পার্টি

লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
এরমধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বোরহান উদ্দিন মিঠু, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন। এছাড়া লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে প্রার্থী দিতে পারে নি দলটি।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পর্যন্ত বাড়ানো হয়।

প্রসঙ্গত, আগামী বছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Leave a Reply