
ফয়সাল কবির: লক্ষ্মীপুরে রাতের আধারে দিনমজুরের বসত ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় ব্যবহারিক জিনিসপত্র পুড়ে যায়। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংসী ইউনিয়নের গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায়, ২০১১সালে মোস্তফা গাইন থেকে একই বাড়ির মোবারক গাইন দশ শতাংশ জমি বায়না চুক্তি করে। মোস্তফা গাইন লেখাপড়া না জানাই মোবরক গাইন চৌদ্দ শতাংশ জমি লিখে রাখে। এ নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সকালে মোবারক গাইন, আরিফ গাইন, রাসেল গাইন, আয়েশা বেগম, বিজলি আক্তারসহ আরও ৫-৬জন লোক নিয়ে হঠাৎ অতর্কিত ভাবে মোস্তফা গাইনের পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এতে মোস্তফা গাইন, রাজিব হোসেন, নুর নেহার রেখা, হোসনেয়ারা, সুমাইয়া আক্তার কে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনার জের ধরে রাতে মোস্তফা গাইনের ছেলে রাজিব হোসেনের বসত ঘরে আগুন লাগিয় দেয় মোবারক গংরা।
এবিষয়ে রাজিব হোসেন বলেন, বুধবার সকালে আমার চাচা মোবারক গাইন লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে। পরে এলাকার লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তারা আমার বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের সব কিছু পুড়ে ছাইঁ হয়ে গেছে। আমরা এঘটনা সঠিক বিচার চাই।
জানতে চাইলে অভিযুক্ত মোবারক গাইন অভিযোগ স্বীকার করে বলেন, ২০১১সালে মোস্তফা গাইন আমার সাথে চৌদ্দ শতাংশ জমি বিক্রির জন্য বায়না চুক্তি করে। তাকে জমি রেজিষ্টি করে দিতে বললে সে তালবাহানা করে। এ নিয়ে বুধবার মারামারি হয়েছে। আমি হাসপাতালে গিয়ে তাদের দেখে আসছি।
হাজীমারা পুলিশ ফাড়িঁর ইনর্চাজ আবুল কালাম আজাদ বলেন, আমি বিষয়টি শুনেছি, তবে আমার কাছে কোন পক্ষ অভিযোগ করেনি। আর আমিও কোন তদন্ত করিনি।