
ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক): লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকচাপায় আরিফ (১৮) ও মোমিন (২০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ১০ নভেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের রামদয়াল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ রামগতি উপজেলার চর আলগী গ্রামের জামালের বাড়ির মো. সেলিমের ছেলে এবং মোমিন একই বাড়ির মনির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে আরিফ ও মোমিন নামে ওই দুই যুবক মোটরসাইকেলে উপজেলার হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে দুইজনই ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।