ইন্জিনিয়ার খোকন পালের পিতার পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন

মিজানুর শামীমঃ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ার খোকন চন্দ্র পালের পিতা চারু চন্দ্র পালের পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর উত্তরা ১৭নং সেক্টরস্হ ১নং সার্বজনীন মন্দিরে সমাজের বিভিন্ন পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়ে স্বর্গীয় চারু চন্দ্র পালের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম

ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, সাত্তার ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম. এ. ছাত্তার, আওয়ামী লীগ নেতা কলম লেখক বি এম মোজাম্মেল হক মিলন, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মান্না, জেলা আওয়ামী লীগের নেতা রুহুল আমিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন আজাদ ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সাবেক নেতা মমিন পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি কবির পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, রায়পুরের আওয়ামী লীগের নেতা হারুনর রশীদ, রায়পুরের বামনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুমন পাটোয়ারী, ছাত্রলীগের সাবেক নেতা বাবর, কৃষকলীগ নেতা সিএস আবদুল্লাহ।
এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সমাজের নানান পেশার বিপুলসংখ্যক মানুষ। এ সময় নিজ ধর্মের রিতীমতে প্রয়াত চারু চন্দ্র পালের এর জন্য মন্দিরে প্রার্থনা ও আশীর্বাদ কামনা করা হয়। অনুষ্ঠান ঘিরে প্রায় সাড়ে তিন হাজারের অধিক ভক্তবৃন্দের আগমন ঘটে উত্তরা সার্বজনীন মন্দিরে। গত ৩ সেপ্টেম্বর রবিবার সকাল ন’টায় প্রয়াতের ক্ষৌরকর্ম ও ঘাটকাজ সম্পন্ন করা হয়। এছাড়া ৪ সেপ্টেম্বর সোমবার সকাল ন’টায় প্রায়তের আদ্যশ্রাদ্ধ করা হয়। উল্লেখ্য, ইন্জিনিয়ার খোকন চন্দ্র পালের পিতা চারু চন্দ্র পাল গত ২০ আগস্ট বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

 

Leave a Reply