চররমনী মোহনে এক কিলোমিটার রাস্তা সংস্কার করলেন বাবুল ছৈয়াল

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে ১ কিলোমিটার মাটির রাস্তা সংস্কার করেন স্থানীয় বাসিন্দা বাবুল ছৈয়াল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চররমনী মোহন করাতির হাট এলাকায় মান্নান মেম্বার এর হাট থেকে চর মেঘা নদীর পাড় পর্যন্ত কাচা রাস্তাটি বর্ষা ও জোয়ারের পানির কারনে ভেঙে যায় । রাস্তাটির বিভিন্ন অংশ জুড়ে হাঁটু সমান গর্ত তৈরি হয়। মানুষ চলাচল করতে কষ্ট হচ্ছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার কয়েকশ ছাত্র-ছাত্রী, কৃষক, জেলে ও স্থানীয় বাসিন্দা সহ শতশত মানুষ চলাচল করেন। এছাড়াও মেঘার চর থেকে ধান, সয়াবিন সহ মৌসুমি রবিশস্য পরিবহন করা হয় রাস্তাটি দিয়ে।
কিন্তু রাস্তাটির এমন বেহাল দশা হলেও কেউ রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেনি। স্থানীয় বাসিন্দাদের অনুরোধে স্থানীয় বাবুল ছৈয়াল নদী থেকে বালু দিয়ে রাস্তাটি সংস্কার কাজ শুরু করেন। স্থানীয়দের দাবী এলাকার কিছু দুষ্ট প্রকৃতির লোক এসিল্যান্ড কে ভুল বুঝিয়ে কাজটি বন্ধ করে দেয়।

স্থানীয় আবু সাঈদ মাঝি, মোজাফফর হাওলাদার, মোহাম্মদ মোল্লা, ইসমাইল আখন, খোরশেদ পাঠান, দাদন মোল্লাসহ এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, চেয়ারম্যান, মেম্বাররাতো আমাদের রাস্তাটি মেরামত করে দেয় না। হাঁটু সমান কাদার ভেতরে হাঁটতে পারি না। আমাদের চলাচলের কষ্ট কেউ দেখে না।
২ও৩ নং ওয়ার্ড়ের মাঝখানে রাস্তাটি হওয়ার কারণে কোন মেম্বার রাস্তাটির কাজ করে না। আমরা নদী থেকে কিছু বালু ভরাট করতে গেলে আজকে এসিল্যান্ড ফোন করে কাজটি বন্ধ করে দিয়েছে। আমাদের দাবী ইউএনও, এসিল্যান্ড অথবা চেয়ারম্যান, মেম্বাররা আমাদের রাস্তা ঠিক করে দেক। অথবা মাটি ভরাট করার অনুমতি দেক।

বাবুল ছৈয়াল বলেন, আমাকে এলাকার মুরুব্বিরা এসে অনুরোধ করে তাদের রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য। আমি নদী থেকে বালু দিয়ে রাস্তাটি মেরামত করার কাজ শুরু করলে প্রশাসন আমাকে ফোন করে নিষেধ করে। আমি সাথে সাথে কাজ বন্ধ করে দিয়েছি।

Leave a Reply