লক্ষ্মীপুর প্রতিনিধিঃ গত ২৯ জুলাই
ঢাকা প্রবেশ পথে বিএনপির ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ আক্রমণ হামলা,নির্যাতন ও পাইকারি গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরে জনসমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (৩১জুলাই) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুর শহরের বাস ভবন সংলগ্ন মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুন অর-রশিদ (ভিপি হারুন)।
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা প্রফেসর নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান, ফেরদৌস আহম্মেদ মানিক, এম এ বেলাল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, কৃষকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা তাঁতিদলের সভাপতি মোঃ মোক্তার হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।
বক্তরা বলেন- শেখ হাসিনার খবর হয়ে গেছে, দেশব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচিতে হাজার-হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখে। ওই থেকে তাঁর পায়ের নিচের মাটি সরে যাচ্ছে ধীরে-ধীরে। ক্ষমতা হারানো ভয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের লেলিয়ে দিয়ে আমাদের (বিএনপির) নেতাকর্মীদের ওপর হামলা করে। পুলিশ দিয়ে বাঁধা ও গুলি করে। গণহারে গ্রেফতার করে আমাদের (বিএনপির) নেতাকর্মীদের। বিএনপির এ আন্দোলন চলবে। দফা এক, দাবি এক শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এ সংগ্রাম চলবে বিএনপির।