স্টাফ রিপোর্টারঃ শেখ হাসিনার পদত্যাগ, নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনসহ ৪ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামি। রবিবার (৩০ জুলাই) সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে এ বিক্ষোভে বিভিন্ন ইউনিটের কয়েক শ’ নেতাকর্মী অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামি জেলা শাখার সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জামায়াত নেতা এডভোকেট মহসিন কবির মুরাদ, শামসুল ইসলাম, আবুল ফারাহ নিশান, মমিন উল্লাহ পাটোয়ারি, রেজাউল ইসলাম খাঁন সুমনসহ আরও অনেকে।
বিক্ষোভ শেষে সমাবেশে জামায়াত নেতারা বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকার দিতে হবে। অন্যথায় জনরোষের মুখে হাসিনা পালাতে বাধ্য হবে।
আরও বলেন, ইতিহাসের সবচেয়ে জগন্য এবং স্বৈরাচারী সরকার হচ্ছে হাসিনা সরকার। তাকে পদত্যাগে বাধ্য করা হবে।