রামগঞ্জে চোরাই গরু-মটর সাইকেলসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে চুরি হওয়া ৩টি গরু ও ১টি চোরাই মটর সাইকেলসহ কুমিল্লার দেবীদ্বার থানা এলাকা থেকে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় চুরির মামলা রুজু করার পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সুত্র জানায়, গত ২৩ জুলাই রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের তত্বাবধানে এসআই কাওসারুজ্জামান, এএসআই রুহুল আমিন, এএসআই আনোয়ার ইসলামসহ থানার মামলা নং-১৮, তারিখ-২৩/০৭/২০২৩, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্তে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবীদ্বার থানা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় দেবীদ্বার থানা পুলিশের সহায়তায় রামগঞ্জ থেকে চুরি হয়ে যাওয়া ৩টি গরু, ১টি মোটরসাইকেল এবং চোরাই কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ী উদ্ধারপূর্বক করাসহ আন্ত: জেলা চোর চক্রের সক্রিয় তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ১। মোঃ নিজাম উদ্দিন (৪৪), পিতা-মৃত অজি উল্যাহ, সাং-চর ফকির (আদর্শ নগর), থানা-কোম্পানীগঞ্জ নোয়াখালী, ২। মোঃ সোহেল হাওলাদার (২৯), পিতা-মৃত খবির উদ্দিন, সাং-আল আমিন, থানা-হাতিয়া, জেলা- নোয়াখালী। ৩। মোঃ শাহিন (২৫), পিতা-শাহজাহান, সাং- তালতলি, থানা- চর ফ্যাশন, জেলা-ভোলা, ৪। মোঃ মহিন উদ্দিন (২৫), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-সুদিয়া থানা- হাজীগঞ্জ,জেলা-চাঁদপুর, ৫। মোঃ জসিম উদ্দিন (৪৪), পিতা-নুর হাদী, সাং-বাংলা বাজার আন্ডারচর, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী, ৬। মোঃ খোকন (২৬), পিতা-সুলতান আহমেদ, সাং-চর এলাহী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী, ৭। মোঃ সুমন (২৭), পিতা-গিয়াস উদ্দিন, সাং-চরবকতী, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা আন্ত: জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলা রহিয়াছে।

Leave a Reply