
মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরে জুন মাসে থানার অফিসার ইনচার্জদের মধ্যে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন। মাদক, অস্ত্র উদ্ধার ,ওয়ারেন্ট তামিলসহ আইন -শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে। ২৩ জুলাই রোববার দুপুরে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হওয়ায় সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ উদ্দিনকে ক্রেষ্ট ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এছাড়া জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক হয়েছেন সদর থানার আল- আমিন ও জেলার শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শক সদর থানার মোঃ শহিদুল ইসলাম বিবেচিত হওয়ায় তাদেরওকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদুল হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ মোহাম্মদ বাকী বিল্লাহ, ডিআইও-১ আজিজুর রহমান, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু, কোর্ট ইন্সপেক্টর শফিকুল ইসলাম, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন) সাজ্জাদ হোসেন, সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যটাগরিতে শ্রেষ্ঠ হওয়াদের ক্রেস্ট, সনদপত্র তুলে দেন পুলিশ সুপার।
জুন মাসে শ্রেষ্ঠ ওসি হওয়ার অনুভূতি জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ প্রতিবেদককে জানান, সর্বপ্রথমে আমি মহান আল্লাহ তালার নিকট শুকরিয়া জানাই, জেলার মাননীয় পুলিশ সুপার মোঃ মাহাফুজ্জামান আশরাফ স্যারের দিক নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। এ শ্রেষ্ঠত্বের জন্য থানার সকল পুলিশ সদস্যদের অবদান রয়েছে। যোগদানের পর থেকে কোন অন্যায়ের সাথে আপোষ করিনি। আমি লক্ষ্মীপুর সদর থানার আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সবরকম প্রচেষ্টা করে যাচ্ছি এবং সত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছি। কর্মের প্রতি আন্তরিকতা থাকলে সবই করা সম্ভব। সকলকে আইন মেনে চলে দেশ গঠনে ভূমিকা রাখি এটাই আমাদের প্রত্যেকের চাওয়া হওয়া উচিত।