
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ী পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় চর রমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী জাকির কাজীর ভাই রাজীব কাজী, ভুট্টু কাজী, ভাতিজা সাগর কাজী ও বাবা আবদুর রাজ্জাক কাজী আহত হয়। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
অভিযোগ করে জাকির কাজী বলেন, আমি সয়াবিন ব্যবসায়ী। আমার কাছ থেকে সবুজ সর্দার, আক্তার সর্দার, কবির সর্দার ও তাদের লোকজন ৫লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রবিবার সন্ধ্যায় যুবদল নেতা ইয়ার আলীর নেতৃত্বে সবুজ সর্দার, আক্তার সর্দার,কবির সর্দার সহ তাদের লোকজন আমার পরিবারের উপর হামলা চালায়। এরআগেও আমার বাড়িতে হামলা করে তারা। এ ঘটনায় আদালতের মামলা রয়েছে। এছাড়া গতকাল আমার ভাই ভুট্টুর উপর হামলা করেছে, সে ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এরমধ্যেই আজ আমার পরিবারের উপর হামলা চালিয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।
স্থানীয় বাসিন্দা ইলিয়াস মীর বলেন, গতকাল ভুট্টুর উপর হামলার ঘটনায় আজ রাতে বৈঠকের কথা ছিলো। আমরা সহ এর সমাধান করে দিবো। কিন্তু এরআগেই পূনরায় ভুট্টু কাজীর ভাই ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগ অস্বীকার করে ইয়ার আলী বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমি তখন বাজারে ছিলাম। আমি দেখেছি হট্টগোল হচ্ছে, কিন্তু কি হয়েছে তা জানি না।
লক্ষ্মীপুর সদর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, ভুট্টু কাজীর একটি অভিযোগ আমরা পেয়েছি। সেটি তদন্ত করবো। কিন্তু আজ কি হয়েছে কেউ আমাদের এখনও জানাই নি।