লক্ষ্মীপুরে ৯ দোকান আগুনে পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ছবি: আগুনে পুড়ে ছাঁই হওয়া দোকান দেখছেন এক ব্যবসায়ী

 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে লে দাবী ব্যবসায়ী নেতারা। বুধবার আনুমনিক রাত আড়াইটার দিকে জেলা শহরের পুরাতন পৌরসভার রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা জালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান এবং পৌর মেয়রের প্রতি আবেদন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা।

ক্ষতিগ্রস্ত দোকান গুলো হচ্ছে, রংধনু মুদি দোকান, ওমর স্টোর, আঁখি প্রিন্টার্স, রিয়েল বুক ডিপো, মজিদ স্টোর, মায়ের দোয়া ইলেকট্রিক, নেপাল স্টোর, জামাল স্টোর, রংধনু পাওয়ার ক্যাবল।

স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে জান ব্যবসায়ীরা। রাত আড়াইটার দিকে বাজারের নৈশ্যপ্রহরী হঠাৎ একটি দোকান থেকে দাউদাউ করে আগুন জলতে দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান গুেেলাতে। এতে ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জামায়াত আমীর রহুল আমীন ভূইয়া, ব্যবসায়ী নেতা আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন।

এব্যাপারে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতি সঠিক পরিমান এখনো নিরুপন করা যায় নি।

Leave a Reply