লক্ষ্মীপুরে কাউন্সিলরের নেতৃত্বে আইনজীবীর উপর হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভূমি দখলে বাধা দেওয়ায় এক আইনজীবীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সদর উপজেলার সমসেরাবাদ এলাকার মিয়া রাস্তার মাথায় এঘটনা ঘটে। হামলার শিকার আইনজীবী আনাস কামাল বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং আব্বাস আলী পাটওয়ারী বাড়ির কাজী এ কে এম ফজলুল করিমের ছেলে। অভিযুক্ত রিয়াজ উদ্দিন রাজু পাটওয়ারী লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও একই বাড়ির জামাল উদ্দিনের ছেলে। আহত আইনজীবী জেলা সদর হাসপাতালে ভর্তি ।

এহামলায় কাউন্সিলের ছোট ভাই বীপু পাটওয়ারী, জহির, নোমান সহ ছয় সাতজন সন্ত্রাসী অংশ নেয় বলে জানান আহত আনাস। এসময় যুবলীগনেতা তফসীরের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পায় বলেও জানান এ আইনজীবী। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় যে, কাউন্সিলর রাজু’র নেতৃত্বে ছয়-সাতজন লোক ঐ আইনজীবীর উপর ঝাপিয়ে পড়ে। এসময় কাউন্সিলর রাজু নিজেই ঐআইনজীবীকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে দেখা যায়। দুষ্কৃতিকারিদের উপর্যপরি হামলায় আইনজীবী আনাস শোর-চিৎকার করছেন। এসময় দেখাযায় এক ব্যক্তি সন্ত্রাসীদের নিবৃত ও আইনজীবীকে বাচানোর চেষ্টা করে যাচ্ছেন।

এবিষয়ে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি নরুল হুদা পাটওয়ারী বলেন, আইনজীবী আনাস কামালদের জমি দখলে বাধা দিলে, কাউন্সিলর রাজু লোকজন নিয়ে তার উপর হামলা করে। ন্যাকার জনক এঘটনার নিন্দা জানাই । হামলায় জড়িতদের বিরুদ্ধে আমরা মামলা করব বলেও জানান তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, এবিষয় টি আমি অবগত নয় তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply