
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামে এক অসহায় প্রবাসী পরিবারের বসতভিটা দখলের পায়তারা ও বিভিন্ন ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দেলোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে। প্রবাসী সন্তানদের অর্থ-সম্পদের প্রতি কুদৃষ্টি পড়ায় তাদের এক আত্মীয় নুরুল আলমের যোগসাজশে এই চক্রান্ত করেন বলে গণমাধ্যম কর্মীদের অভিযোগ করেছেন ভুক্তভোগী আনোয়ারা বেগম। অভিযুক্ত দেলোয়ার চৌধুরী একই গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের মৃত আনোয়ার উল্যা মুন্সির মেয়ে আনোয়ারা বেগম (৬০) তার স্বামী-সন্তান নিয়ে পিতার দেয়া ওয়ারিশি জমিতে দীর্ঘ ৫০ বছর যাবত বসবাস ও ভোগ দখল করে আসছেন। তিনি জানান, আমার বাবা চার ভাইসহ সকল সন্তানদের সম্পত্তি ভাগবাটোয়ারা করে দিয়ে গেছেন। যার যার অবস্থান থেকে সবাই ভোগ দখল করে আসছে। ওয়ারীশি সম্পত্তি নিয়ে আমাদের কোন বিরোধ নেই। কিন্তু দেলোয়ার হোসেন আমার ভাই নুর আলম ও শাহ আলম এর যোগসাজশে একটি এওয়াজ বিনিময় দলিল সৃজন করে আমাদের বসতভিটায় ২শতক জমি দবি করে। আমরা এবিষয়ে আদালতের আশ্রয়নিয়েছি।
শুক্রবার হঠাৎ করে আমার বড় ভাই নুরুল আলম ও স্থানীয় প্রভাবশালী দেলোয়ার হোসেন পুলিশ নিয়ে বাড়িতে এসে হুমকি-ধামকী দিয়ে বলে যে, আমাদের ওয়ারিশী সম্পক্তি থেকে বেখল ও উচ্ছেদ করবে, এখন আমাদের পরিবার আতংকিত এবং আমরা নিরাপত্তা হীনতায় ভূগছি।
অভিযুক্ত দেলোয়ার চৌধুরী জানিয়েছেন, আনোয়ার উল্যা মুন্সির বড় ছেলে নুরুল আলম থেকে ৬২নং দশালা চররুহিতা মৌজার ৯৮ দাগে ৫৫৯নং খতিয়ানে ২ শতাংশ জমি এওয়াজ সুত্রে আমি মালিক হই। নুর নবীগং যদি সমস্যা সমাধান করতে চায়, বসে সমস্যা সমাধান করতে আমি প্রস্তুত আছি। এসময় অন্যের বসত ভিটায় এওয়াজ করার কারণ বা প্রয়োজন জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পরেননি।
লক্ষ্মীপুর মডেল থানার এএসআই কবির বলেন, জমি সংক্রান্ত বিষয়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছে। এবিষয়ে উভয়পক্ষকে ডেকে বিরোধ মীমাংসা করা হবে।