কমলনগরে মডার্ন হাসপাতালের বর্ষপূর্তিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক) লক্ষ্মীপুরের কমলনগরের মডার্ন হাসপাতালের বর্ষপূতি উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার করইতলা বাজারস্হ মডার্ন
হাসপাতাল (প্রাঃ) এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মফিজ উল্লাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন, হাজিরহাট হামিদিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসেন ফারুকী, চর লরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আহসান উল্যাহ হিরন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, কমলনগর উপজেলা প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, এছাড়া স্হানীয় পল্লী চিকিৎসকগন, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ মেজবাহ্ উদ্দিন বাপ্পী বলেন, প্রাইভেট ক্লিনিক এবং হাসপতালে সেবার মান বাড়ানোর উপর গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করেন। সভাপতির বক্তব্যে মাষ্টার মফিজ উল্লাহ বলেন, আমরা গত এক বছরে প্রায় এক হাজার গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছি। টাকার জন্য অহেতুক সিজারের উপর আমরা গুরুত্ব দেইনা। আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মানবতার সেবা করা।

Leave a Reply