
ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক); দ্রব্য মূল্যের উর্ধ্বগামীকে কেন্দ্র করে বিএনপির আন্দোলনের নৈরাজ্যের প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় লক্ষ্মীপুরের কমলনগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিবাদ এবং বিক্ষোভ হয়েছে। ৩১ আগস্ট বুধবার রাজপথে অবস্থান ও মোটর সাইকেল শোডাউনে করে আওয়ামীলীগের পক্ষে নেতৃত্বে দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট একেএম নূরুল আমিন রাজু।
এতে আরও উপস্থিত ছিলেন আওয়মীলীগ নেতা মোঃ ফয়সল আহমদ রতন, যুবলীগের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগ আহ্বায়ক মোঃ মেজবাহ উদ্দিন বাপ্পি, যুগ্ম আহ্বায়ক মোঃ আহসান উল্লাহ্ হিরন, সাবেক যুবলীগ নেতা মোঃ ওমর ফারুক সাগর, শ্রমিকলীগের পক্ষে উপজেলা সভাপতি মো :মোশারফ হোসেন রাসেল, কৃষক লীগের পক্ষে উপজেলা কৃষকলীগের সভাপতি ডাক্তার মোঃ হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হাওলাদার, স্বেচ্ছা সেবকলীগের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি মোঃ মহিউদ্দিন সোহেল ও সাধারণ সম্পাদক কাজী নিশাদ, কমলনগর বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রের পক্ষে নেতৃত্ব দেন সভাপতি ভাস্কর মজুমদার ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ সেন। এছাড়াও কমল নগর উপজেলা মহিলালীগসহ দলের সকল অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে এবং বিক্ষোভে অংশ নেন।