
লক্ষ্মীপুর প্রতিনিধি – সেখানে সকাল-বিকেল ২০০-৩০০ টাকা বেচা-বিক্রি হয় কিন্তুু পুঁজি নেই দোকানে চা সরঞ্জামসহ দু-একটি পণ্য রয়েছে এ দুর্দশার কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আরিফ।
গত বুধবার (২০ জুলাই) দুপুরে জেলা পরিষদের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন আরিফের উদ্যোগে কোমল পানীয়, চানাচুর, বিস্কুট, চিপসসহ প্রায় ২৫ ধরণের খাবার পণ্য দিয়ে রশিদের দোকান সাজিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই সেখানে স্থানীয়দের জন্য একটি নলকূপ স্থাপনের আশ্বাস দিয়েছেন আরিফ।

এদিকে দোকানে বিক্রির জন্য ভরপুর খাবার পণ্য দেখে আকাশ ছোঁয়া হাসি ফুটেছে রশিদের মুখে।
রশিদ বলছে, দোকান থেকে পর্যাপ্ত আয়ের জন্য যে মালামাল প্রয়োজন ছিল তা কেনার সামর্র্থ্য ছিল না। চা আর পাউরুটির পুঁজি নিয়েই কোনরকম বেচাবিক্রি করে আসছিলাম। এখন আমার মাচা দোকানে প্রচুর মালামাল। কিন্তু বৃষ্টিতে বেচাবিক্রি বন্ধ রাখতে হয়। টাকার অভাবে নিজের ঘরটি ঠিক করতে পারছি না। বৃষ্টি হলে ঘরেও পানি পড়ে। আর দোকানে রোদ থেকে বাঁচতে মাথার ওপর তেরপাল ঝুলানো হয়েছে। বৃষ্টিতে সেখানেও বসা যায় না।
জেলা পরিষদের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন আরিফ বলেন, কালের কন্ঠ’র সাংবাদিক কাজল কায়েসের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে রশিদের বিষয়টি জানতে পেরেছি। দোকানের জন্য কিছু পণ্য কিনে দিয়েছি। ঘটনাস্থল এসে তার আরও অনেক সমস্যা ও কষ্টের কথা শুনেছি। খুব শিগগিরই বিশুদ্ধ পানির জন্য একটি নলকূপ বসিয়ে দেওয়া হবে। এছাড়া তার ঘর ও দোকান নির্মাণে সমাজের বিত্তবানদের সহযোগীতা নিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
উল্লেখিত দৈনিক কালের কন্ঠ’র লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের। রশিদের দুঃখময় জীবনের গল্প তুলে ধরে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন।স্ট্যাটাসটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে।