
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার আলীরাজা পাটোয়ারী বাড়ীর সম্পত্তির বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৩ জুলাই শনিবার দুপুরে ঐ বাড়ীতে সংবাদ সম্মেলনে বাড়ীর এক পক্ষের লোকেরা দাবী করে বলেন, বাড়ীর কিছু লোক জাল দলিলের মাধ্যমে তাদের ক্রয়কৃত সম্পত্তিকে ওয়াকফ্ সম্পত্তি করার জন্য উঠে পরে লেগেছে। বিষয়টি তারা অবহিত হওয়ার পরে সংশ্লিষ্ট আদালতে রেকর্ড সংশোধন মামলা করেন। এ মামলা চলমান থাকা অবস্থায় তাদের প্রতিপক্ষ মো. নুরুল আলম (বাহার) গংরা ২০২০ সনে মহামান্য হাইকোর্টে ৮৬৯৮ নং রিট পিটিশন দায়ের করে। পরবর্তীতে ঐ রিটে ২০২১ সনের ১৯ জুলাইয়ের এক আদেশ মতে ওয়াকফ প্রশাসন আলীরাজা পাটোয়ারী বাড়ী পরিচালনা করার লক্ষ্যে পরবর্তী ৩ বৎসরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়। এ আদেশ চ্যালেঞ্জ করে মরহুম আজিজুর রহমানের পুত্র আব্দুর রব মাস্টার গং সর্বোচ্চ আদালতে আপিল করলে মহামান্য সুপ্রিম কোর্টে পুনাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্হাগিত করা হয়।
সংবাদ সম্মেলনে সাবেক অধ্যাপক আব্দুল লতিফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক আব্দুর রব মাস্টার, ধর্ম মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ডাক্তার বোরহান উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর নবী চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক তোহা মিয়া, সমাজসেবক বাহার পাটোয়ারী, অবসরপ্রাপ্ত সেনা সুবেদার আব্দুল হাই, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্হানীয় ইউপি সদস্য ফিরোজ আলম হিরনসহ আলীরাজা পাটোয়ারী বাড়ী ও আশেপাশের নানান পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রাম এলাকার আলীরাজা পাটোয়ারী বাড়ীর প্রায় সাড়ে ৫ একর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে একই বাড়ীর নিজেদের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে ২০১৬ সন থেকে দু’পক্ষ একাধিক বার সংঘর্ষে লিপ্ত হন। পরিপেক্ষিতে আদালতে প্রায় দশটির মত মামলা চলমান আছে।