কমলনগর উপজেলা আ’লীগের উদ্যোগে আওয়ামীলীগের ৭৩ তম জন্মদিন পালন

ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক); লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলের ৭৩ তম জন্মদিন পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল আমিন রাজুসহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সমন্বয়ে এ অনুষ্ঠান ২৩ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামীলীগের ৭৩ তম জন্মদিন উপলক্ষে হাজিরহাটস্হ দলীয় কার্যালয় থেকে প্রথমে আনন্দর‍্যালী পরে আলোচনা সভা শেষে কেক কেটে সকলের মাঝে তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ দেশের কল্যাণ ও অগ্রযাত্রা সফল করার লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচীর দিক তুলে ধরেন। তিনি কমলনগর উপজেলা আওয়ামীলীগকে আরো ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে এই আসন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট একেএম নূরুল আমিন রাজু বলেন, আগামী নির্বাচনে জয়লাভ না করা পর্যন্ত সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে, আর যারাই নৈরাজ্য করবে তাদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মেজবাহ উদ্দিন বাপ্পী, কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন রাসেল, চর ফলকন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন বাঘা, কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মোয়াজ্জম হোসেন ও সাধারণ সম্পাদক আবদুছ সাত্তার, কমলনগর উপজেলা বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রের সভাপতি ভাস্কর মজুমদার ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাসসহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। উপস্থিত নেতা কর্মীদের আলাপ চারিতায় জানা যায়, এবার কমলনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়, এতে করে আগামীতে আওয়ামীলীগ আরও সুসংগঠিত হবে বলে বিভিন্ন মহল মনে করেন।

Leave a Reply