
মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ২৫ মে বুধবার পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ আনোয়ার হোসেন জেলার রামগঞ্জ থানার বাঁশঘর এলাকার আতর আলীর পুত্র।
পুলিশ সুত্র জানায়, জেলার পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের নির্দেশনায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক নেতৃত্বে উপ পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপ পরিদর্শক মোঃ সোহরাব, সহকারী উপ পরিদর্শক হাবিবুর রহমান, সহকারী উপ পরিদর্শক এম সোহরাব হোসেনসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মে থানা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় মোঃ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে তার হেফাজত হইতে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর ১৯(ক) ধারায় রামগঞ্জ থানায় ২৫/৫/২০২২ তারিখে মামলা নং ১৮ রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি আনোয়ার ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারার ২০২০ সনের রামগঞ্জ থানার মামলা নং ১ এর এজাহারনামীয় আসামী