
মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার এলাকার পৌর আঙ্গাপাড়া এলাকা থেকে ৬ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মঙ্গলবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ রহমত উল্যা ওরফে শ্বেত সোহেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া এলাকার মৃত হাবিব উল্যাহ পাঠানের পুত্র।
পুলিশ সুত্র জানায়, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের নেতৃত্বে উপ পরিদর্শক দিবাকর রায় সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় মোঃ রহমত উল্যা ওরফে ‘শ্বেত’ সোহেলকে শহরের বাইপাস সড়কের একটি দোকানের সামনে থেকে গ্রেপ্তার করে তার হেফাজত হইতে ৪০০ (চারশত) পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)/৩৬ এর ১০(ক) ধারায় রামগঞ্জ থানায় ২৪/৫/২২ তারিখে ১৭নং মামলা রুজু হয়। পুলিশ আরও জানায়, আসামি রহমত উল্যা ওরফে শ্বেত সোহেল প্বার্শবর্তী ফরিদগঞ্জ ও রামগঞ্জ থানার ৬ মামলার এজাহারভুক্ত আসামি।
এ বিষয়ে রামগঞ্জ থানার উপ পরিদর্শক দিবাকর রায়ের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি দৈনিক বাংলার মুকুলকে বলেন, রামগঞ্জ পৌর আঙ্গাপাড়া এলাকার বাইপাস সড়কে শারমিন গ্রোসরী এন্ড ভেরাইটিস স্টোরের সামনে থেকে ২৪ মে বিকেল সাড়ে তিনটার দিকে ৪০০ পিচ ইয়াবাসহ রহমত উল্যাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক আসামির বিরুদ্ধে আমি নিজে বাদী হইয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করি। উপ পরিদর্শক আব্দুল রাহিম মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন বলে তিনি আরও জানান।