লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেলেন ৪২ পুরুষ ও ৬ নারী

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরে যোগ্যতা ও মেধার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৪২ জন পুরুষ ও ০৬ জন নারী। ২০ এপ্রিল সকল প্রস্তুুতি শেষে প্রাথমিকভাবে নির্বাচিত ৪৮ প্রার্থীর পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং করে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

পুলিশ সুত্রে জানা গেছে, “চাকরি নয় সেবা” এই স্লোগানে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নতুন নিয়মে সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম লোকদের খুঁজছে বাংলাদেশ। এটি সামনে রেখে বিগত ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০২২ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরিপেক্ষিতে গত ২৮ মার্চ শারীরিক সক্ষমতার নানানরকম পরীক্ষার নেয় জেলা পুলিশ কর্তৃপক্ষ। এতে লক্ষ্মীপুর জেলা কোটায় ৪৮ পদের বিপরীতে প্রাথমিকভাবে ৫২২ জন লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হন। পরবর্তীতে ৮ এপ্রিল শুক্রবার লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষে নব্বই মিনিট ব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় পঁচিশ বা তার বেশি নম্বর পেয়ে উর্ত্তীণরা ২০ এপ্রিল মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করে। এভাবে প্রথমদিকের ৪৮ জনের বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি-২০২২) পদে লক্ষ্মীপুর জেলা কোটায় চাকুরী হয়।

এসময়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুর রহিম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ।

 

Leave a Reply