লক্ষ্মীপুরে ৫০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল গ্রেপ্তার

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়ন এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ মাহবুবুর রহমান ওরফে সোহেল (৩৫) জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্হ করম উদ্দিন ফরাজি বাড়ির মোঃ ফজলুর রহমানের পুত্র।

পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সাহাদাত হোসেন টিটো’র নির্দেশনায় উপ পরিদর্শক মোঃ নুরুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক মোঃ শফিউল ইসলাম ফোর্সসহ জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল বিকেলে অভিযান চালায়। এ সময় ৫০০ (পাঁচশত) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহবুবুর রহমান ওরফে সোহেলকে তার বাড়ির সামনের রাস্তা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোঃ নুরুল ইসলামের কাছে মুঠোফোনে মঙ্গলবার রাত ন’টায় জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবাসহ মোঃ মাহবুবুর রহমান ওরফে সোহেলকে গ্রেপ্তার করি এবং আমি বাদী হইয়া চন্দ্রগঞ্জ থানায় উক্ত আসামি বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ হওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, চিহ্নিত এ আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের দায়ে৮/৯ টি মামলা বিচারাধীন আছে।

Leave a Reply