
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নের ভবেরহাটে সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণের চলছে। স্থানীয় প্রভাবশালী জনৈক হাবিব উল্যাহগং পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে বানিজ্যিক ভাবে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। ইতিপূর্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু দখলদাররা এখন আবার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, কোন প্রকার অনুমতি ছাড়াই সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করায় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে প্রভাবশালী হাবিব উল্যাহ, পানি উন্নয়ন বোর্ডের এক সার্ভেয়ারের যোগসাজসে ওই অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছেন।
অবৈধ স্থাপনা নির্মানকারী হাবিব উল্যার ছেলে বলেন, স্থাপনা নির্মাণের বিষয়ে প্রশাসনের কোন অনুমতি নেয়া হয়নি। তবে আমারা দখলসুত্রে মালিকদের থেকে জায়গা কিনে স্থাপনা নির্মাণ করছি। সরকারি জায়গা যে কেহ বিক্রয় করতে পারে কি না? এমন প্রশ্নের কোন উত্তর না দিয়ে তার বাবার সাথে কথা বলতে বলেন।
স্থানীয় বাসিন্দারা জানায়, এটা সরকারি জায়গা। ইতিপূর্বেত দখলদারা এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে কোটি টাকা হাতিয়ে নিয়েছিলো। দুই-তিন বছর হয় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। গত কিছু দিন থেকে হাবিব উল্যাহ নামের এক ব্যক্তি এখানে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ শুরু করেন। উপরের লোকদের সাথে তার হাত রয়েছে, তাই কেহ মুখ খুলছেন না।
এবিষয়ে জানতে চেয়ে পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) লক্ষ্মীপুর এর নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদের সাথে বার বার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া যায়নি।